আজকের শিরোনাম :

ঘরের মাঠে পয়েন্ট হারাল চেলসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১০:৩৪

খুব বেশি সুযোগ তৈরি করতে পারল না চেলসি। মিলল না কাঙ্ক্ষিত গোলের দেখাও। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে পয়েন্ট হারাল টমাস টুখেলের দল। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর এটিই চেলসির প্রথম ম্যাচ। গত রবিবার রাতে টুর্নামেন্টটি চালুর ঘোষণার পর থেকে চলছে তুমুল সমালোচনা। ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শুরুর আগে স্ট্যামফোর্ড ব্রিজের বাইরে প্রায় হাজারখানেক সমর্থক জড়ো হয়ে তাদের প্রিয় দল চেলসির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

এর মাঝেই খবর আসে, সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর প্রক্রিয়া শুরু করেছে চেলসি, সরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। 

বাইরে সমর্থকদের প্রতিবাদের কারণে টিম বাসের স্টেডিয়ামে আসতে দেরি হওয়ায় ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে। শুরু থেকে বল দখলে চেলসি এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের উদ্দেশে তারা শট নিতে পারে কেবল ৩টি, এর দুটি লক্ষ্যে ছিল, ব্রাইটনের ৪ শটের একটি। ১৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ২২তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যাডাম ওয়েবস্টারের ভুলে ভালো পজিশনে বল পান কাই হার্ভাটজ। কাছ থেকে তার শট ফেরান গোলরক্ষক রবের্ত সানচেস। পরক্ষণে দূর থেকে কুর্ত জুমার শটও ঠেকান তিনি।

দ্বিতীয়ার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। জুমার ভুলে ৭৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ একটি সুযোগ পান ব্রাইটনের অ্যাডাম লালানা। কিন্তু বাইরে মেরে হতাশ করেন তিনি। পরের মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি সফরকারীরা। ডি-বক্সের বাইরে থেকে ড্যানি ওয়েলবেকের জোরালো শট পোস্টে লাগে।

যোগ করা সময়ে ক্যালাম হাডসন-ওডোইকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাইটনের বেন হোয়াইট।

৩২ ম্যাচে ১৫ জয় ও ১০ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে চেলসি। ৩৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ব্রাইটন। ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। চেলসির সমান ৫৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পাঁচ নম্বরে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ