আজকের শিরোনাম :

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে দুই নতুন মুখ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ২১:০৭ | আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:১০

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

১৮ সদস্যের দলে নতুন দুইজন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

নতুন দুজন হলেন বাঁ-হাতি স্পিনার প্রাভিন জয়াভিক্রমা এবং বা-হাঁতি পেসার দিলশান মধুশঙ্কা। কুশল মেন্ডিসকে আবারো রাখা হয়েছে দলের বাইরে। এছাড়া কুশল পেরেরা এবারও দলের বাইরে থাকলেন ইনজুরির কারণে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে দলে ফেরানোর সঙ্গে সঙ্গে ফেরানো হয়েছে অফ স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিসকেও।

শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্ডিমাল, দাসুন সানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেনা সিলভা, সুরাঙ্গা লাকমাল, ওয়ানিদু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, রমেশ মেন্ডিস, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, পাথুম নিশাঙ্কা, দিলশান মধুশঙ্কা, প্রাবিন জয়াভিক্রমা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ