Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকান মেয়র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০০:১৬

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকার ছোট শহর সান পেদ্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসা এক কুমির কন্যাকে বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রীতিমতো উৎসবমুখর পরিবেশে তিনি এই বিয়ে করেন।

বিয়ের বন্ধনে আবদ্ধ হতে কুমিরটির নাকের ডগায় এ সময় একাধিকবার চুমু খাওয়ার চেষ্টা করেন মেয়র ভিক্টর হুগো সোসা। আনুষ্ঠানিকতা সারতে কনের পোশাক পড়ানো কুমিরটির মুখ অবশ্য বাঁধাই ছিল। হঠাৎ কুমিরটি যেন কাউকে কামড়ে না দেয়, সেজন্যই নেওয়া হয়েছিল এই সতর্কতা।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, ওক্সাকা উপকূলে স্যান পেড্রো হুয়ামেলুলা নামে জেলেদের ছোট্ট একটি গ্রামে বৃহস্পতিবার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ বিয়ের। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ ওক্সাকায় অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে আসছে।

ছোট রাজকুমারীর মর্যাদা দেওয়া সাত বছর বয়সী এ প্রাণীটিকে ধরিত্রী মাতার অবতার হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। আর তাদের প্রধানের সঙ্গে এ বিয়েকে মনে করছেন মানুষের সঙ্গে স্বর্গীয় সংযোগ। এ বিষয়ে মেয়র সোসা বলেন, ‘নদীতে যেন অনেক মাছ পাওয়া যায়, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি।”

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গ্রামটিতে দীর্ঘ পুরোনো রীতির সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ক্যাথলিক আধ্যাত্মিকতা। এসবের মিশেলে ছোট্ট ওই সরিসৃপ প্রাণীটিকে বিয়ের সাদা পোশাকের সঙ্গে দেওয়া হয় বর্ণিল পোশাকের সাজ। ট্রাম্পেট আর ড্রামের বাদ্যের উৎসবমুখর তালের সঙ্গে স্থানীয় জনতা কুমির কন্যাটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে গেলে পুরুষেরা তাদের মাথার হ্যাট খুলে প্রাণীটিকে বাতাস করতে থাকেন।

এ বিয়ের আয়োজক ধর্মমাতা হিসিবে পরিচিত এলিয়া এডিথ আগুইলার বলেন, “এই বিয়ের অনুষ্ঠান আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং আমাকে আমার শেকড় সম্পর্কে আমাকে গর্বিত করে তুলেছে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away