কানাডায় বাংলাদেশ হাইকমিশনে সহিংসতা নিহতদের স্মরণে শোক সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১৬:২৩

কোটাবিরোধী আন্দোলনের নামে সাম্প্রতিক সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকা-ে নিহতদের স্মরণে গতকাল মঙ্গলবার কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শোক সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

আজ বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

কানাডায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুবের সভাপতিত্বে শোক সভায় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ