কাতারে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশীর মধ্যে ফেনীর ২ জন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১১:১১

কাতারে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশীর মধ্যে ২ জন ফেনীর - সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশীসহ ৬ অভিবাসী নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাতে দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিকটবর্তী একটি ভবনে ছড়িয়ে পড়ে।
নিহত ৪ বাংলাদেশীর মধ্যে ২ জন ফেনীর এবং আরো দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দু’জন পাকিস্তানি নাগরিক।
ফেনীর নিহতরা হলেন- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।
জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এবিএন/জেডি
এই বিভাগের আরো সংবাদ