কানাডায় প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি ছাত্রী নিহত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৩

কানাডায় সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামের এক বাংলাদেশি ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নিহত মুনমুনের মা-বাবা দুজনেই ডাক্তার, তারা রাজধানী ঢাকায় বসবাস করেন।
কানাডা পুলিশের সূত্রে জানা গেছে, চালকের চোখের ওপর সূর্যের আলো বেশি পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী পুরুষ চালক পূর্বমুখী একটি ছোট হ্যাচব্যাক গাড়ি চালাচ্ছিলেন, ওই সময় মুনমুন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে চালক তাকে ধাক্কা দেয়। গুরুতর সংকটাপন্ন অবস্থায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত মুনমুনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থলেই ছিলেন।
মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো তিনি বিশ্ববিদ্যালয় ক্লাসে যাবার জন্য রাস্তা পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।
এবিএন/এসএ/জসিম
নিহত মুনমুনের মা-বাবা দুজনেই ডাক্তার, তারা রাজধানী ঢাকায় বসবাস করেন।
এই বিভাগের আরো সংবাদ