স্পেনে ই-পাসপোর্ট নবায়ন না হওয়ায় বিপাকে প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১১:২৯

ইউরোপের লন্ডন ও জার্মান ই -পাসপোর্ট নবায়নের ব্যবস্থা থাকলেও স্পেনে ই-পাসপোর্ট নবায়ন না হওয়ার ফলে প্রায় ৬ শ' প্রবাসীর অনিশ্চিত হয়ে পড়ছে বৈধ হওয়ার সুযোগ।
এ নিয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্পেনের বাংলাদেশ দূতাবাসে কমিউনিটির নেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ই-পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করার জন্য দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সরোয়ার মাহমুদের কাছে দাবি জানান।
ভালিয়ান্তে বাংলা স্পেনের উদ্যোগে স্থানীয় সময় বিকাল ৪ টায় দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান প্রবাসীরা।
এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের ই-পাসপোর্ট নবায়নে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান ।
এদিকে এ সমস্যার সমাধানে দূতাবাস কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হলে দূতাবাসের সকল কার্যক্রম বর্জনের ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি
এই বিভাগের আরো সংবাদ