আজকের শিরোনাম :

‘আনডকুমেন্টেড' বাংলাদেশিদের বৈধতা দিচ্ছে মালদ্বীপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১৪:২১

বৈধ কাগজপত্র ছাড়াই মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে মালদ্বীপ।

শুক্রবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে মালের বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে। যাদের বৈধ ভিসা ও কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) নেই তাদের দ্রুত ভিসা ও কাজের অনুমতিপত্র সংগ্রহ করে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ অবস্থায় বৈধ কাগজপত্র ছাড়াই মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে বৈধকরণ প্রক্রিয়ায় ভিসা ও কাজের অনুমতিপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, বৈধকরণের জন্য বর্তমানে আপনি যেখানে কাজ করছেন সেই মালিককে ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে। এ ছাড়া, সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সব প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সচেতনতা, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, নিয়ম মেনে চলা ও সাবধানতা অবলম্বন দুর্ঘটনা অনেকাংশে কমাতে পারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ