প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে বিদেশ বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও এই শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল ২৮ সেপ্টেম্বর ৭৬-এ পদার্পণ করেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি টানা তিনবারসহ মোট চারবারের প্রধানমন্ত্রী। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী। তবে দেশে শেখ হাসিনার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে ক্ষমতাসীন দল।
এবিএন/জনি/জসিম/জেডি
এই বিভাগের আরো সংবাদ