পড়াশোনার মান কমে যাওয়ায় বেকারের সংখ্যা বাড়ছে: জি এম কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০০:১৮

দে‌শের পড়া‌শোনার মান ক‌মে যা‌চ্ছে তাই দে‌শে বিপুল সংখ্যক তরুণ বেকার। এর ফ‌লে মাদকাসক্ত প্রজন্ম যেমন তৈ‌রি হ‌চ্ছে তেম‌নি বহু তরুন দে‌শের বাই‌রে পা‌ড়ি দি‌চ্ছে ব‌লে ব‌লে মন্তব্য। ক‌রে‌ছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার (২৭ মার্চ) বি‌কে‌লে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মাল্টিপারপাস মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তি‌নি এসব কথা ব‌লেন।

এ সময় কা‌দের অ‌ভি‌যোগ ক‌রেন, দে‌শে স্বাস্থ্যএখা‌তে নৈরাজ্য‌কর অবস্থা চল‌ছে। ফ‌লে দে‌শের মানুষ বি‌দে‌শে চি‌কিৎসা নি‌তে বাধ্য হ‌চ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ