আজকের শিরোনাম :

১০ দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৭

রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির পূর্ব ঘোষিত বিভাগীয় সমাবেশ। 

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের এ কর্মসূচিতে সকাল থেকেই সমাবেত হন নেতাকর্মী ও সমর্থকরা।

১০ দফা দাবিতে এ সমাবেশ করছে বিএনপি। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। মঞ্চে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

গণমিছিল, গণ-অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার পর এটি বিএনপির সর্বশেষ কর্মসূচি। ঢাকার বাইরে ৯টি বিভাগীয় সদরেও একযোগে সমাবেশ হচ্ছে। আজকের সমাবেশ থেকে আসতে পারে নতুন কর্মসূচি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ