আজকের শিরোনাম :

সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১০:৩৯

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়িবহরে হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে ঢাকায় ফেরার পথে গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ দুই নেতার ওপর হামলা হয়। এরপরই দেশের সব মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে (জেলা পদমর্যাদার সব ইউনিট) বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল।

এ ছাড়া আগামী শনিবার সারা দেশের (কুমিল্লা বিভাগ ছাড়া) সব থানা, পৌর এলাকা ও কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের সব ইউনিটের নেতাকর্মীকে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ