আজকের শিরোনাম :

'সরকারের ভুল নীতির জন্য দেশে মৃত্যু বাড়ছে'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ১৬:৪২

সরকারের ভুল নীতির জন্য দেশে মৃত্যু বাড়ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। রবিবার দুপুরে, গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে সরকার। পরিকল্পনাহীনতার কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন। লকডাউন নিয়ে যা হচ্ছে তা তুঘলকি কান্ড।
সরকার আমলাদের সিদ্ধান্তে চলছে বলেও মন্তব্য করেন তিনি। 

 তিনি আরও বলেন, ভারতের উপর নির্ভরতার জন্য দেশে অক্সিজেন উৎপাদন না বাড়িয়ে আমদানি করা হচ্ছে। দেশের ব্যবসায়ী ও আমলারা প্রধানমন্ত্রীর কাঁধে বন্দুক রেখে শিকার করছে বলেও মন্তব্য করেন ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। এ সময় সরকার অনুমতি না দেয়ায় রাশিয়া থেকে দুই কোটি টিকা আনা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যান পার্টির চেয়ারম্যান অবসারপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, জোনায়েদ সাকি, নূরুল হক নূরসহ আরো অনেকে। এ সময় বক্তারা গণপরিহন চালু করার দাবিও জানায়।  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ