আজকের শিরোনাম :

ভুল করেছি, ভুল বলেছি - ২

  সুভাষ সিংহ রায়

১০ মার্চ ২০২১, ০৯:০৪ | আপডেট : ১০ মার্চ ২০২১, ০৯:৫৪ | অনলাইন সংস্করণ

গত ৯ মার্চ বেসরকারী টেলিভিশন এনটিভি’ তে নিয়মিত টকশো ‘ এই সময় ’ আলোচক হিসেবে ছিলাম আমি আর কমরেড রাজেকুজ্জামান রতন । সঞ্চালনায় ছিলেন এনটিভি’র বার্তা প্রধান জহিরুল আলম । 

প্রসঙ্গক্রমে আলোচনায় এসেছিল বাংলাদেশ ভারতের সম্পর্কের নানা বিষয় । গত ২০১৯  - ২০ অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানীর পরিমান ১.২৫ বিলিয়ন ডলার যা আগের আগের অর্থ বছরের তুলনায় ৪২.৯১ শতাংশ বেশী ; অর্থাৎ তার আগের বছর ২০১৮ - ১৯ অর্থ বছরের রপ্তানীর পরিমান ছিল ৮৭৩.২৭ মিলিয়ন ডলার । আমি ভুল করে ২০১৯ -  ২০ অর্থ বছরের জায়গায় ২০১৮- ১৯ অর্থবছর বলে ফেলেছি । আর ২০১৯ -  ২০ অর্থবছরে  ( যেখানে ভুলে বলেছিলাম ২০১৮  - ১৯ অর্থবছর ) রপ্তানীর পরিমাণ বলেছিলাম ১.০৯ বিলিয়ন ডলার ;  যেটা হবে ১.২৫ বিলিয়ন ডলার । 

লেখক : রাজনৈতিক বিশ্লেষক; সাবেক সহ-সভাপতি- বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, প্রধান সম্পাদক- সাপ্তাহিক বাংলা বিচিত্রা ও এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম। 

এই বিভাগের আরো সংবাদ