আজকের শিরোনাম :

সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১৩:৩২ | আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৩:৫০

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যকালের মেয়াদ বিদ্যমান ৬৫ বছরের পরিবর্তে ৬৭ বছর করার বিধানের প্রস্তাব আজ বুধবার সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করা হয়েছে।

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর ১০ নং আর্টিকেলের দফা ৫-এর শর্তাংশে উল্লেখিত ৬৫ ( সিক্সটি ফাইভ) শব্দগুলোর পরিবর্তে ৬৭ ( সিক্সটি সেভেন) শব্দগুলো প্রতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া আজ সংসদে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল, ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।

মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম বিলটি উত্থাপন করনে। পরীক্ষা- নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ