রাজধানীর কিছু সড়কে যাতায়াতে ডিএমপির নির্দেশনা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:০১

সড়ক অবরোধ করে আজও আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ৩টার দিকে কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে অবরোধ করেন তারা। জন্য রাজধানীর কিছু সড়কে যাতায়াতে বিষেশ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।
পোস্টে লেখা হয়েছে, বৃহস্পতিবারের মতো আজও তিতুমীর কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলন শিক্ষার্থীরা। ফলে মহাখালী-আমতলী হয়ে গুলশান ১-এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে নিচের সড়কগুলোতে ডাইভারশন করা হচ্ছে। এতে আরও লেখা হয়, বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক বা যাত্রীকে ফ্লাইওভার ব্যবহারের অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান ১-এর দিকে যাবেন, তাদের আমতলী হয়ে কাকলী বা বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী বা গুলশান ২-এর সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। আর বনানী বা কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন, তারা মহাখালী টার্মিনালের দিক দিয়ে যেতে পারবেন।
এবিএন/জাতীয়/আরআরকে
এই বিভাগের আরো সংবাদ