ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১৪:৪৬

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
ছয় সমন্বয়ক হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এদিকে, নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।
এর আগে, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদেরকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে।
এবিএন/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ