আজকের শিরোনাম :

গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ১৫:৩৬ | আপডেট : ০৫ জুন ২০২২, ১৬:৩৯

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ওয়ারেন্ট গাইডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী নিউ বেইলি রোডে গাইড হাউসের জাতীয় কার্যালয়ে এই ওয়ারেন্ট গাইডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল দলের পরিচিতি ও করণীয়, ওয়ারেন্ট ও ওয়ারেন্ট বাস্তবায়ন ধারা, গার্ল গাইডস ও গার্ল স্কাউট পদ্ধতির মাধ্যমে গাইড কার্যক্রম বায়বায়নে ওয়ারেন্ট গাইডার, গাইড পরিচিতি, ইতিহাস, মিশন, ভিশন ও উদ্দেশ্য, গাইড প্রতিজ্ঞা, লক্ষ্য, পরোপকার, গাইড নিয়মাবলি, সালাম চিহ্ন ও বাম হাত মিলানো, বাঁশির সংকেত ও হাতের ইশারা, বাজেট তৈরী ও তহবিল সংগ্রহ, বিশ্ব পতাকা ও জাতীয় পতাকা, বিশ্ব সঙ্গীত ও ট্যাপস্, সেরিমোনিয়ালস (পতাকা উত্তোলন ও পেট্রোল ড্রিল), বিশ্ব ব্যাজ ও টেন্ডারফুট ব্যাজ, পরিপত্র বস্তবায়ন ও বিভিন্ন কর্মসূচী, গান গাইডের ছয়টি ক্ষেত্র বাস্তবায়নে ওয়ারেন্ট গাইডার কোম্পানী পরিচালনা ও সাপ্তাহিক সভা, হিত কার্যক্রম (হাইকিং), সেরিমোনিয়ালস (পতাকা নামানো), গ্রুপ ভিত্তিক আলোচনা, সেরিমোনিয়ালস (পতাকা উত্তোলন ও পেট্রোল ড্রিল), নৈপুণ্য সূচক ব্যাজ বার এ্যাওয়ার্ড প্রাপ্তিতে ওয়ারেন্ট গাইডার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের প্রশাসনিক কাঠামো, আন্তর্জাতিক বিষয়ক জ্ঞান, প্রকল্প, প্রতিবেদন তৈরী ও যোগাযোগ পদ্ধতি, সেরিমোনিয়ালস (দীক্ষাদান), ক্যাম্প পরিচালনা, জাতীয় শিক্ষা সপ্তাহে আবেদনের উপর আলোচনা, কোর্স মূল্যায়ন ও দলীয় সুপারিশ।

কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানে প্রশিক্ষণ কমিশনার সাহেদা হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন।

রাজধানী, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহসহ ৯ অঞ্চল থেকে ৪১ জন প্রশিক্ষণার্থী কোর্সে অংশগ্রহণ করেন।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ