রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ২১ মে ২০২২, ১০:৪৫ | আপডেট : ২১ মে ২০২২, ১০:৫৮

রাজধানীর কদমতলী জুরাইন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে জুরাইনের কমিশনার রোডে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের সহকর্মীরা জানান, রাতে বালু নামানোর জন্য ট্রাকটি পেছনের দিকে যাচ্ছিলো। এ সময় বিদ্যুতের পিলার ও ট্রাকের মাঝে চাপা পড়ে সে। এতে রাসেল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এবিএন/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ