আজকের শিরোনাম :

হজের নিবন্ধনের সময় বাড়ল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২২, ১২:১৫

চলতি বছরের হজে যাওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। হজে যেতে আগ্রহীরা আগামী ২২ মে পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বুধবার (১৮ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের হজে যেতে আগ্রহীরা ২২ মে পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

এর আগে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ১৬ থেকে ১৮ এর মধ্যে নিবন্ধন করতে হবে। অন্যথায় হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন আগ্রহীরা। কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে নিবন্ধন এর সময়সীমা নতুন করে বাড়ানো হলো।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকগুলোর কার্যক্রম আগামী শনিবার ২১ মে খোলা থাকবে।

এবার পবিত্র হজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

এবার সরকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্যাকেজ-১ এর মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ