আজকের শিরোনাম :

৫০তম জাতীয় সমবায় দিবস আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১০:১১

৫০তম জাতীয় সমবায় দিবস শনিবার (৬ নভেম্বর)। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনার জন্য প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ