আজকের শিরোনাম :

ডেইলি স্টার ও গানবাংলা টিভি কার্যালয়ে ভাঙচুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:২০

দেশব্যাপী চলমান সহিংসতা ও আন্দোলনের মধ্যে বিভিন্ন গুরুত্স্থপূর্ণ স্থাপনায় হামলা করেছে দুর্বৃত্তরা। সরকারি অবকাঠামো থেকে শুরু করে হাসপাতাল কিংবা থানা। বাদ যায়নি সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণও।

রোববার (৪ আগস্ট) গানবাংলা টিভি ও ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে একইদিনে উত্তরায় সংবাদ সংগ্রহের সময় নিউজ টোয়েন্টিফোরের দুই সাংবাদিক আহত হন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলার সময় সিরাজগঞ্জে প্রদীপ কুমার ভৌমিক নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় অন্তত ২৩ সাংবাদিক আহত হন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ