আজকের শিরোনাম :

স্মার্ট বাংলাদেশ গঠনে ইতিবাচক প্রতিবেদন আবশ্যক-সায়েম খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৬

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সাংবাদিকদের ইতিবাচক প্রতিবেদন আবশ্যক।

আজ বুধবার (১৮ জানুয়ারি) পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সায়েম খান বলে, প্রযুক্তি বিবর্তনের কারনে দেশের অগ্রগতি সাধনে সাংবাদিকদের জ্ঞান আহরণের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের নিকট বার্তাবাহক হিসেবে কাজ করে।

সেজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিজস্ব স্বীকয়তায় প্রতিবেদন তৈরি জরুরি। তথ্যের অবাধ প্রবাহ যেন সাংবাদিকতায় নতুন নতুন দিগন্ত খুলে দিতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা একজন প্রতিভাবান সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন, আওয়ামী লীগের এই উপ-দপ্তর সম্পাদক। অনুষ্ঠানের সভাপ্রধান পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতায় নীতি, নৈতিকতা অন্যতম অনুষঙ্গ।

কারনে পাঠক ও শ্রোতার গুরুত্ব বুঝে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নীতি-নৈতিকতার প্রয়োগ ঘটাতে হয়। তিনি আরো বলেন, প্রতিবেদন তৈরিতে সতকর্তা অবলম্বন করা খুবই জরুরি। কারণ সাংবাদিকের দায়িত্ব তথ্য দেওয়া,মতামত প্রদান নয়। জাফর ওয়াজেদ বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় মাধ্যম হলে চলচ্চিত্র।

এছাড়া স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা অগ্রগণ্য বলে মন্তব্য করেন পিআইবির মহাপরিচালক। পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শাহ্ শেখ মজলিশ ফুয়াদের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এবিএন/ অসীম রায়/জাসিম/এম.এম.নাজমুল হাসান

 

facebook sharing button 

 

 

এই বিভাগের আরো সংবাদ