আজকের শিরোনাম :

‘সংবাদকর্মীর সুরক্ষায়’ বাংলা একাডেমিতে সম্প্রচার সম্মেলন শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১২:২৬

টেলিভিশন সাংবাদিকদের অধিকার আদায়ে ‘জনস্বার্থ সাংবাদিকতা’ এবং ‘সংবাদকর্মীর সুরক্ষায়’ স্লোগানে বাংলা একাডেমিতে শুরু হয়েছে সম্প্রচার সম্মেলন-২০২২।

করোনার ভয়াবহতা পেরিয়ে শনিবার (২ জুলাই) তৃতীয় বারের মতো সম্মেলনটি আয়োজন করেছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভেন্যুতে গিয়ে অংশ নিতে নিবন্ধন করতে হচ্ছে সংবাদকর্মীদের। এ জন্য পাঁচটি বুথ খোলা হয়েছে।

সম্মেলনে প্রথমবারের মতো সম্প্রচার সাংবাদিকদের সম্মাননা জানাবে বিজেসি।

সকালে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নিচ্ছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন।

সম্মেলনে অংশ নেয়া সংবাদকর্মীরা বলছেন, দেশের অনেক টেলিভিশনে ঠিকমতো বেতন দেয়া হয় না। অনেক টেলিভিশনে দেয়া হলেও বেতন কাঠামো জীবনযাত্রার মানের সঙ্গে বেমানান। এবারের সম্মেলন থেকে এ বিষয়ে তারা স্থায়ী সমাধানের দাবি তুলবেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ