আজকের শিরোনাম :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক আবু তৈয়ব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৮:২৮

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এনটিভির খুলনা প্রতিনিধি মোহাম্মদ আবু তৈয়ব মুন্সীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার সকালে খুলনা থানা থেকে আবু তৈয়বকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠান।  

পুলিশ জানায়, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করে থানায় আনা হয়। বুধবার সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের সময় প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত রাতে আবু তৈয়বকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, আবু তৈয়বের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার অভিযোগ করেছেন।

মামলার বাদী তালুকদার আবদুল খালেক উল্লেখ করেন, আবু তৈয়ব ফেসবুক অ্যাকাউন্টে ১৮ এপ্রিলের যে কোনও সময় তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে 'বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি অর্থদণ্ড, ৫ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা, বন্ড লাইসেন্স বাতিল' শিরোনামে সংবাদ পরিবেশন করেছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ