আজকের শিরোনাম :

নারকেলি কচু দিয়ে ভাগনা মাছের ঝাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩

কচু একটি জনপ্রিয় সবজি। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ঝিঙে কচু, চিংড়ি কচু, ডাঁটা কচু, কাল কচু, বেগুনি কচু ইত্যাদি।

এ ছাড়াও কচুতে আছে নানারকম ভিটামিন, যা অন্ত:সত্ত্বা মা ও শিশুর জন্য দারুণ উপকারী। এর মধ্যে আছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই। রক্তের কোলেস্টেরল কমাতেও কচু বিশেষ ভূমিকা পালন করে।

রইলো নারকেলি কচুর একটা মজাদার রেসিপি।

উপকরণ : নারকেলি কচু ৫০০ গ্রাম, ভাগনা মাছ ৬ টুকরো, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ১ চা–চামচ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরাগুঁড়া এবং চিনি ১ চা–চামচ করে, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫ থেকে ৬টি।

প্রণালি : নারকেলি কচুর খোসা ফেলে লম্বা করে কেটে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় মাছ দিয়ে অল্প সময় রান্না করে মাছ উঠিয়ে নিন। তারপর সেদ্ধ করা নারকেলি কচু ও পরিমাণমতো ঝোলের পানি দিয়ে ঢাকনাসহ রান্না করুন। এরপর কষানো মাছ, কাঁচামরিচ ফালি ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে লবণ দেখে নামিয়ে নিন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ