আজকের শিরোনাম :

১৫ মামলায় পিকে হালদারের দুই সহযোগীর আগাম জামিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১৩:৩২

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুই সহযোগীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- ইন্টারন্যাশাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক পাপিয়া ব্যানার্জী। ১৫টি মামলায় তাদের ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

বুধবার (৯ মে) এ বিষয়ে পৃথক ১৫টি আবেদনের শুনানি করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ১৫ মামলায় তাদের বিরুদ্ধে ৭৫০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।

আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান ও আসিফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ