তেজগাঁওয়ে গোলাগুলি : হিমেল নামে গ্রেপ্তার ১

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০

রাজধানীর তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) এসএম আরিফ রায়হান।
তিনি জানান, ঘটনার সময় হিমেল সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি মামুনকে বারবার ফোন দিয়ে অবস্থান জেনে নিচ্ছিলেন। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় তার অন্য ভূমিকার তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে। রিমান্ড পেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এবিএন/জেডি
এবিএন/জেডি
এই বিভাগের আরো সংবাদ