আজকের শিরোনাম :

কমলাপুরে টিকিট কলোবাজারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১৪:৪৮

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে টিকিট কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। সোমবার রাতে দেশের বিভিন্ন প্রান্তের টিকিটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার র‌্যাব-৩-এর পুলিশ সুপার বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু কালোবাজারি চক্রের সদস্য কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট উচ্চমূল্যে বিক্রয় করছে বলে জানা যায়। পরে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন স্থানের টিকিটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লিটন মিয়া (৩৭), শাহ আলম (৩৪), মো. ইরান (২০), আবু তাহের (২৬) ও জাহিদুর রহমান শাকিব (৪০)।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে চারটি ট্রেনের টিকিট, পাঁচটি মুঠোফোন ও ৬ হাজার ৯২৭ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য।

ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আগে নির্ধারিত মূল্যে টিকিট কিনে গোপনে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ