রাজধানীতে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১৩:৩৯

রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

বুধবার (২৫ মে) রাতে মো. রেজাউল করিম ওরফে রাজু ও মোহাম্মদ জুনাইদ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী বই এবং ব্যবহৃত মোবাইল ফোন।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা অনলাইনে ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসের মাধ্যমে উগ্রবাদী আদর্শ প্রচার করতো। আনসার আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের নতুন সদস্য সংগ্রহ করত তারা। গ্রেফতার রাজু উগ্রবাদী চ্যানেল যা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে পরিচালিত জিহাদ ফি সাবিলিল্লাহর এডমিন ছিল। টেলিগ্রামে তারা আরও একাধিক সিক্রেট গ্রুপে যুক্ত ছিল। উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাশকতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিকল্পনা ছিল তাদের। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ