আজকের শিরোনাম :

ছুটি শেষে ১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৯:৪৪

ঈদ ও অবকাশকালীন ছুটি শেষে ১৮ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ শুরু হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ ও জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ