আজকের শিরোনাম :

এটিএম কার্ড ক্লোনকারী তুর্কি নাগরিক ঢাকায় গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১৪:৪৫

এটিএম কার্ড ক্লোনকারী চক্রের আন্তর্জাতিক সদস্য ও তুরস্কের এক নাগরিককে ঢাকায় গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির সিটিটিসি প্রধান আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) রাজধানীর বিভিন্ন এটিএম বুথ থেকে ক্লোনিং কার্ড দিয়ে শতাধিকবার টাকা উত্তোলনের চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যাংকটির এন্টি স্কেমিং সফট ওয়্যার থাকায় তিনি টাকা উত্তোলন করতে পারেননি। তার এই অপচেষ্টা ব্যাংক কর্তৃপক্ষ টের পেয়ে পুলিশকে জানায়। এর পর পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে। সোমবার (১৮ জানুয়ারি) সিটিটিসি গুলশান ১ নম্বর থেকে তাকে বাংলাদেশি সহযোগীসহ গ্রেফতার করে।

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার তুরস্কের ওই নাগিরকের নাম হাকান জানবারকান (৫৫)। এটিএম কার্ড ক্লোনিংয়ের দায়ে তিনি ২০১৯ সালে ভারতে গ্রেফতার হয়েছিলেন। কারারক্ষীদের হেফাজতে ভারতের আসামের জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি পালিয়ে যান। এর পর নেপালে যান। নেপাল থেকে আউটপাস নিয়ে তুরস্কে যান। ভারত, নেপাল ও বাংলাদেশে এটিএম কার্ড ক্লোনিং করে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আসাদুজ্জামান জানান, তার বাংলাদেশি সহযোগীর নাম মফিউল ইসলাম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিভিন্ন মডেলের ফোন, একটি ল্যাপটপ, ১৫টি ক্লোনিং এটিএম কার্ডসহ মোট ১৭টি কার্ড উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ