আজকের শিরোনাম :

ইয়েমেন উপকূলে গ্রিক বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৬:১৭

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে একটি গ্রিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে। ব্রিটিশ মেরিটাইমের একটি এজেন্সি এবং মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। 

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, হুতিরা লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রিক বাণিজ্যিক জাহাজ এমভি সাইক্লেসকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় কেউ আহত হয়নি এবং জাহাজটি তার পথ চলা অব্যাহত রেখেছে।’

এর আগে ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল হয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।

রয়্যাল নেভি পরিচালিত সংস্থাটি আরো জানায়, হামলায় ‘জাহাজ এবং ক্রু নিরাপদ রয়েছে বলে জানা গেছে।’

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে বলছে, মাল্টার-পতাকাবাহী কন্টেইনার জাহাজটি জিবুতি থেকে জেদ্দা যাচ্ছিল।
খবর এএফপি

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ