আজকের শিরোনাম :

ইউরোপে গ্যাসের দাম বাড়ছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১৬:২৫

লন্ডনের আইসিই (আন্ত:মহাদেশীয় এক্সচেঞ্জ) অনুসারে সোমবার ইউরোপে গ্যাসের দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে এবং প্রতি ১ হাজার ঘনমিটারে ৩৫০ ডলার ছাড়িয়েছে।

নেদারল্যান্ডসের টিটিই (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) ভার্চুয়াল হাবে জুলাইয়ের গ্যাস সরবরাহের আগাম মূল্য প্রতি ১ হাজার ঘনমিটারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ মার্কিন ডলার বা বর্তমান ডলার ও ইউরোর বিনিময়হার অনুযায়ি প্রতি এমডব্লিউএইচ (এ মেগাওয়াট আওয়ার, প্রতি ঘণ্টায় ১ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য) এর মূল্য দাঁড়িয়েছে ৩২.০৮ ইউরো।

নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্টের গ্যাস লিকের কারণে ৩১ মে প্ল্যান্ট বন্ধ করা হয়েছিল। হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্ট নরওয়েজিয়ান গ্যাস রপ্তানিতে প্রায় ৫% এর জন্য অবদান রাখে। প্রতি বছর গড়ে ৬.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি সরবরাহ করে। এ ঘটনায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি পায়। নরওয়েজিয়ান গ্যাস ট্রান্সমিশন প্রদানকারী গাসকোর পরিসংখ্যান অনুসারে ১৪ জুন থেকে প্ল্যান্টটি আবার চালু হবে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ