আজকের শিরোনাম :

কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১৪:০৭

কিরগিজস্তানে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে ৩০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা সেবা মঙ্গলবার এ কথা জানিয়েছে।

রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কযুক্ত মধ্য এশিয়ার দরিদ্র দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিতর্কিত ভোটের কারনে সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে তিনজন প্রেসিডেন্টের পদত্যাগ প্রত্যক্ষ করেছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জিকেএনবি বলেছে, জোর করে ক্ষমতা দখলের জন্য দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনাকারী একদল লোকের প্রস্তুতি বানচাল করে দেয়া হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, এ অভিযোগে সোমবার ৩০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের কিরগিজস্তান সফরের কয়েক দিন পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। মিশেলের কিরগিজস্তান সফরের সময়ে প্রেসিডেন্ট সাদির জাপারভ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে তার প্রস্তুতির বিষয়ে অঙ্গীকার করেছিলেন।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ