নাজিবের দুর্নীতির সাজা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যান

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৫:২২

মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত আজ শুক্রবার দেশটির সাবেক নেতা নাজিব রাজাকের দুর্নীতির দায়ে প্রাপ্ত তার ১২ বছরের সাজা বাতিল করার আবেদন প্রত্যাখ্যান করেছে।
সাবেক এই প্রধানমন্ত্রী ফেডারেল আদালতকে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি তসরুপে জড়িত থাকার দায়ে দেওয়া সাজার বিরুদ্ধে তার চূড়ান্ত আপিল নাকচ করার আগের একটি প্যানেলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অবেদন জানিয়েছিলেন।
৬৯ বছর বয়সী নাজিব দাবি করে বলেন, তিনি এক্ষেত্রে নায্য শুনানি পাননি। তিনি অভিযোগ করেন যে এ শুনানির ক্ষেত্রে একজন বিচারকের স্বার্থের দ্বন্দ্ব ছিল এবং তার নতুন লিগ্যাল টিমকে এ মামলার নথি পড়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।
কিন্তু ফেডারেল আদালত শুক্রবার ওই চ্যালেঞ্জ আবেদন খারিজ করে দিয়েছে।
বিচারক ভার্নন ওং লম কিয়াট বলেন, ‘এ মামলার ক্ষেত্রে কোন পক্ষপাত এবং ন্যায়বিচারের কোন ব্যর্থতা নেই।’
আগস্ট থেকে কারাগারে থাকা নাজিব এ সিদ্ধান্ত শোনার পর বিমর্ষ হয়ে পড়েন।
এর আগে তিনি কারারক্ষীদের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে আদালতে হাজির হন এবং এ সময় অনেক সমর্থক তাকে স্বাগত জানান।
দুর্নীতির দায়ে গত বছর দোষী সাব্যস্ত হওয়া তার স্ত্রী রোসমাহ মানসর এ মামলার শুনানিতে উপস্থিত ছিলেন।
খবর এএফপি এবিএন/এসএ/জসিম
খবর এএফপি এবিএন/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ