আজকের শিরোনাম :

নাইজেরিয়ায় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীর সংঘর্ষ, নিহত ৪০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯ | আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৯

নাইজেরিয়ায় নিরাপত্তারক্ষীরদের সঙ্গে বন্দুকধারীর সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাটসিনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।  

শুক্রবার কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, স্থানীয়ভাবে দস্যু হিসেবে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী কাটসিনার বাকোরি এলাকার একটি গ্রামে আক্রমণ করে। তারা গবাদি পশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়ো হয়ে তাদের তাড়া করেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ইসাহ বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে যৌথ নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

তবে এ সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দুটি নিরাপত্তা সূত্র। প্রশাসন বলছে, সংঘর্ষের পর গত শুক্রবার ঝোঁপের মধ্য থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রাজ্যের কংকরা হাসপাতালে নেয়া হয়েছে।

আল জাজিরা জানায়, নাইজেরিয়ার ওই রাজ্যে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে। রাজ্যটির প্রত্যন্ত অঞ্চলে গ্রাম এবং মহাসড়ক থেকে লোকজনকে আক্রমণ, লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটে থাকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ