আজকের শিরোনাম :

হিজাববিহীন নারীকে সেবা দেওয়ায় ইরানে ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ২০:০২

হিজাববিহীন গ্রাহককে ব্যাংকিং সেবা দেওয়ায় ইরানের কোম প্রদেশের এক ব্যাংকের ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। রাজধানীর তেহরানের পার্শ্ববর্তী ওই এলাকায় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এর পর গভর্নরেরর নির্দেশে তাঁকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন দেশটির ডেপুটি গভর্নর আহমেদ হাজিজাদেহ। খবর মেহের নিউজ এজেন্সির।

দেশটিতে হিজাব পরা বাধ্যতামূলক। এমন এক সময় এ ঘটনা ঘটল, যখন নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও পরে হাসপাতালে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় গত আড়াই মাস ধরে দেশটিতে বিক্ষোভ চলছে।

এদিকে হিজাববিহীন ওই নারীর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইরানের অধিকাংশ ব্যাংক রাষ্ট্রনিয়ন্ত্রিত। ডেপুটি গভর্নর বলেন, হিজাব পরার আইন বাস্তবায়ন করা প্রতিষ্ঠানের পরিচালকদের দায়িত্ব। দেশটিতে ১৯৭৯ সাল থেকে হিজাব পরা বাধ্যতামূলক। যদিও অনেক নারী এই নিয়ম মানতে নারাজ।

এদিকে, মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদকে সমর্থন করায় এক ইরানি র‌্যাপারের বিচার শুরু হয়েছে। তাঁর পরিবার বলছে, তাঁর জীবন এখন চরম ঝুঁকিতে। র‌্যাপে সুপরিচিত তোমাজ সালেহিকে গত মাসের শেষের দিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

এবিএন/আব্দুর রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ