আল-জাজিরার সেই সাংবাদিকের শেষকৃত্যে পুলিশের লাঠিপেটা

প্রকাশ: ১৪ মে ২০২২, ১০:৩৫

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহের শেষকৃত্যে অংশ নিয়েছিল কয়েক শ মানুষ। শেষকৃত্যে অংশ নেওয়া মানুষের ওপর ইসরায়েলি পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ যখন শেষকৃত্যে অংশ নেওয়া মানুষের ওপর হামলা চালায় তখন সাংবাদিক শিরিন আবু আকলেহের কফিন পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শেষকৃত্যে অংশ নেওয়া মানুষদের মধ্য থেকে প্রথমে পাথর নিক্ষেপ করা হয়। পরে লাঠিপেটা করে পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার অধিকৃত পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। শিরিন আবু আকলেহ নামের ওই ফিলিস্তিনি সাংবাদিক পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় নিহত হন। শিরিন আবু আকলেহকে গুলি করার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করে ইসরায়েলি বাহিনী। আহত ওই সাংবাদিকের নাম আলি আল-সামৌদি।
শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় গোটা বিশ্বেই বইছে নিন্দার ঝড়।
এবিএন/জনি/জসিম/জেডি
এই বিভাগের আরো সংবাদ