আজকের শিরোনাম :

কার্যকারিতা কমেছে করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১৪:২৬

হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি কমাতে করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের কার্যকারিতা আগের চেয়ে কমেছে।

পরীক্ষামূলক প্রয়োগের পর নতুন এক প্রতিবেদনে ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি মার্ক কর্পোরেশন শুক্রবার এ তথ্য জানিয়েছে।

১৪শর বেশি রোগীর ওপর এক পরীক্ষার পর দেখা গেছে ওষুধটির কার্যকারিতা আগের চেয়ে ৩০ শতাংশে নেমে এসেছে। তবে গত অক্টোবরে ৭৭৬ স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত মেডিকেল ট্রায়ালের ফল বিশ্লেষণ করে মার্কিন বহুজাতিক কোম্পানি মের্ক জানিয়েছিল, তাদের প্রস্তুতকৃত ওষুধ মলনুপিরাভির করোনায় আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থতা ও এ জনিত মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ কমাতে সক্ষম।

এদিকে এ তথ্য প্রকাশের পর ওষুধটি কেনার ব্যাপারে দেশগুলোর আগ্রহে ঘাটতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া মার্কের শেয়ারের দাম সাড়ে তিন শতাংশ কমে এসেছে। মার্কের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে- মলনুপিরাভিরকে যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র দেয়া হবে কি না।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ