আজকের শিরোনাম :

ভারতের হিমাচলে তুষারঝড়ে ৩ পর্বতারোহীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৫:৪০

ভারতের হিমাচল প্রদেশে তুষারঝড়ে তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা। তবে একই দলে থাকা অপর ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- রাজেন্দ্র পাঠক, অশোক ভালেরাও এবং দীপক রাও। 

গত সপ্তাহে কিন্নাউর জেলায় ওই ১৩ আরোহী এক অভিযানে যায়। এর পর পরই অঞ্চলটিতে তুষারপাত শুরু হওয়ায় বুড়ুয়া গ্রামে আটকে পড়েন তারা। এদিকে নিহতদের মরদেহের খোঁজ পেতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) জানিয়েছে, তুষারঝড়ের কবলে পড়া ১৩ আরোহীর মধ্যে তিনজন মারা গেছেন। বাকি ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে প্রায় ১৫ হাজার ফুট ওপরে থাকা মৃত তিন জনকে উদ্ধারে আইটিবিপির একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট ওপরে উত্তরাখণ্ডের লামখাগা পাসে তুষারঝড়ের কবলে পড়ে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়। কয়েকদিন নিখোঁজ থাকার পর স্থানীয় প্রশাসনের জরুরি বার্তা পেয়ে সেখানে তল্লাশি শুরু করে দেশটির বিমানবাহিনী। এর পর সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
খবর এনডিটিভি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ