আজকের শিরোনাম :

কোভিশিল্ডের এক ডোজ করোনা প্রতিরোধে ৬১ শতাংশ কার্যকর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১০:৪৮

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের এক ডোজ করোনা প্রতিরোধে ৬১ শতাংশ কার্যকর। আর দুই ডোজ নিলে তা করোনা প্রতিরোধে ৬৫ শতাংশ কার্যকর। 

ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 

বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের কোভিড প্যানেলের প্রধান ডা. এন কে অরোরা এনডিটিভিকে এ কথা জানিয়েছেন। ভারতের সিরাম ইনস্টিটিউট এ টিকা উৎপাদন করছে।

এদিকে, দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্ত হয়ে ৭৩০ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসক মারা গেছেন বিহারে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ