আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্রকে ‘অবন্ধুসুলভ রাষ্ট্র’ ঘোষণা রাশিয়ার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২১, ২১:০৭

রাশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আমেরিকা ও চেক প্রজাতন্ত্রকে অবন্ধুসুলভ রাষ্ট্র ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের আওতায় দেশ দুটির ওপর রাশিয়া এমন কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে যার কারণে তারা স্থানীয় লোকজনকে তাদের কূটনৈতিক মিশনের জন্য নিয়োগ দিতে পারবে না।

শুক্রবার (১৪ মে) তাদের সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে যে, আমেরিকা  এবং চেক প্রজাতন্ত্র রাশিয়ার ক্ষেত্রে অবন্ধুসুলভ রাষ্ট্রের মত তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতা রাশিয়ার জনগণ ও রুশ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। 

আমেরিকা এবং চেক প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশকে অবন্ধুসুলভ রাষ্ট্র ঘোষণা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে একটি ডিক্রিতে সই করেছেন। এই সিদ্ধান্তের আওতায় চেক প্রজাতন্ত্র তাদের কূটনৈতিক মিশনের জন্য ১৯ জনের বেশি স্থানীয় কর্মী নিয়োগ দিতে পারবে না। আমেরিকার ক্ষেত্রে সিদ্ধান্ত আরো কঠোর। তারা রাশিয়ার কোন স্থানীয় নাগরিককে তাদের কূটনৈতিক মিশনের জন্য নিয়োগ দিতে পারবে না।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ