আজকের শিরোনাম :

করোনা : ২৪ ঘন্টায় মৃত্যু নেই, শনাক্ত আরও ১৯৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১৭:১৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৬ জনেই স্থির আছে। একইসময়ে নতুন করে আরও ১৯৬ জনের দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী ভাইরাসটি।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮২টি করোনা পরীক্ষাগারে মোট তিন হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট তিন হাজার ৯১৩টি নমুনা। এসব পরীক্ষায় ১৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৫ দশমিক ০১ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৬ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জনে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ