আজকের শিরোনাম :

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৯৮ ডেঙ্গু রোগী ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১৭:৫৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১ জন ঢাকার বাইরের।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ৪ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন এবং মারা গেছেন ১৭ জন।

আজ বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে হাসপাতালে ৪১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৬৮ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। 

এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬৫০ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ