আজকের শিরোনাম :

করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ১,৯৯৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১৭:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৯৯৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গত ১৬ জুন প্রথমবারের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়। এ নিয়ে টানা ১৮ দিন শনাক্তের হার ৫ শতাংশের ওপরে থাকল।

নতুন শনাক্তের মধ্যে ১ হাজার ৩৬৩ জন ঢাকা জেলার। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এর মধ্যে মারা গেছে ২৯ হাজার ১৮১ জন।

নতুন মারা যাওয়া সাত জনের সবাই পুরুষ। মৃতদের পাঁচ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহে এক জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ