আজকের শিরোনাম :

হাসপাতালে ২ ডেঙ্গু রোগী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৫

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে রাজধানীসহ সারা দেশে মাত্র ২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা দুই জনই ঢাকায় চিকিৎসাধীন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্র ২ জন। তারা দুইজনই ঢাকার হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৩৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

এদিকে, ২০২১ সালে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এ সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ