আজকের শিরোনাম :

দেশে করোনা টিকার বুস্টার ডোজ পেলেন ৩ লাখ ৮১ হাজার ৯৬৭ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ১০:৩২

করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার (৮ জানুয়ারি) পর্যন্ত দেশে তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৫৪ হাজার ৯৯৬ জনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৩৫ হাজার ৩৪৫ জন এবং নারী ১৯ হাজার ৬৫১ জন রয়েছেন।  

এর আগে গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট তিন লাখ ২৬ হাজার ৯৭১ জনকে। ফলে এখন পর্যন্ত মোট তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।

এছাড়াও এদিন দেশব্যাপী নয় লাখ ৯১ হাজার ৬০ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৮০ লাখ ৫১ হাজার ৬৮৩ জন।

একইসঙ্গে এদিন তিন লাখ ২৩ হাজার ৭৮০ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়।  এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৪৫ লাখ নয় হাজার ১৫ জন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ