আজকের শিরোনাম :

দেশের ৫ কোটি মানুষ দুই ডোজ পেয়েছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:২২

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সারাদেশে মঙ্গলবার ১৪ লাখ ৯১ হাজার ২৫৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩২ লাখ ১ হাজার ২৫৯ জন স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৯১ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী  শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ মঙ্গলবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৫৬ জনকে।  আজ ২ লাখ ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১০ হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ