আজকের শিরোনাম :

এবার প্রাণঘাতী ম্যালেরিয়া টিকা আবিষ্কার!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ২০:২৩

প্রাণঘাতী ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা মহাদেশের শিশুদের ম্যালেরিয়া থেকে রক্ষার জন্য এই টিকা দেয়া হবে বলে বুধবার জানিয়েছে ডব্লিউএইচও।

এক শতাব্দীরও বেশি সময় ধরে চেষ্টার পর এই টিকা উদ্ভাবন করা হয়েছে। বিবিসি’র খবরে বলা হয়, আরটিএস,এস নামের এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয় ছয় বছর আগে। এটিকে চিকিৎসা শাস্ত্রের বড় অর্জন বলে মনে করা হচ্ছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলছেন, এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষিত শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা বিজ্ঞান, শিশু স্বাস্থ্য ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী ঘটনা। প্রচলিত ওষুধের পাশাপাশি এই টিকা প্রয়োগের ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন বাঁচানো যাবে। মশাবাহিত ম্যালেরিয়ায় প্রতি বছর পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার। তাদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৬০ হাজারের বেশি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ